গনতন্ত্র


গনতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যাবস্থা যেখানে জনগন জেনে-বুঝে শাসক গোষ্ঠীর কাছে প্রতারিত হয়, সমাজতন্ত্র হল সেই শাসন ব্যাাবস্থা যেখানে জনগন অজান্তে প্রতারিত হয় শাসকদের কাছে আর একনায়কতন্ত্র এবং রাজতন্ত্রে জনগন বাধ্য হয় প্রতারিত হতে, কারন ছাড়া তাদের কাছে অন্য কোন উপায় থাকেনা

কৈশোরে যখন সমরেশ বাবুর বই পরতাম তখন গনতন্ত্রকে অযথা গালি-গালাজ করতাম, মনে হইত সমাজতন্ত্র একটা উৎকৃষ্ট সমাজ বাবস্থা, কিন্তু দুইটি বছর সমাজতান্ত্রিক দেশে কাটিয়ে দেবার পর বুঝতে পারলাম, সমাজতন্ত্র সত্যিকার অর্থে মিষ্টির প্যাকেটে সায়ানাইড বিষ। 

কার্ল মার্ক, লেলিন, মাও সেতুং - তাদের নীতিবাক্য বইতে পরতেই ভাল লাগে, কিন্তু বাস্তব প্রয়োগ কতটা মর্মান্তিক তা নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না, থিওরি এবং প্রাকটিকাল জ্ঞানের মধ্যে এইখানে আকাশ পাতাল ব্যাাবধান

আমি সমাজতন্ত্রকে মুর্দাবাদ বলি

About the author

Admin
Donec non enim in turpis pulvinar facilisis. Ut felis. Praesent dapibus, neque id cursus faucibus. Aenean fermentum, eget tincidunt.

0 comments:

Copyright © 2013 RONI BHOWMIK'S SIGN and Blogger Themes.